ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রহিম(৪০) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২২ নভেম্বর রাত নয়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ফটিকছড়ি পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ আলী আহম্মদ হাজ্বীর বাড়ির নুরুল আলমের পুত্র।
প্রতিবেশি আজিজ বলেন,তিনি আট দিন আগে প্রবাস থেকে দেশে এসেছেন।
ফটিকছড়ি থানার এস আই মোহাম্মদ আজমগীর বলেন আমরা খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে।











