মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কাজটি সরকার নিয়ে গেছে: দুদক কমিশনার

মানিলন্ডারিং বা অবৈধভাবে বিদেশে অর্থ পাচার প্রতিরোধ দুদকের দায়িত্বের মধ্যে পড়ে না বলে দাবি করেছেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। তিনি বলেন- মানিলন্ডারিংয়ের কাজটি সরকার আইন করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমরা দুদক কমিশন জুরিডিকশন দেখবো, যেটা আমাদের জুরিডিকশনে নাই তাতে আমাদের যাওয়ার সুযোগ নেই। ওই বদনাম যাতে আমাদের ঘাড়ে না আসে। অনেক ব্যক্তি মানিলন্ডারিং করে, হাজার হাজার কোটি টাকা মানিলন্ডারিং করে; লাখ কোটি টাকা মানিলন্ডারিং করে। আমরা কী করবো! আমরা কিছু করতে পারি নাই। রোববার দুর্নীতি দমন কমিশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এ ছাড়া দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সার্বিক মতামতের শেষে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, দুদকের আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুদক কী করতে পারে।