শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনধিঃ রাউজান উপজেলার পুর্ব গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিকদার টেক এলাকায় রাউজান নোয়াপাড়া সড়কের পাশে পরিত্যক্ত ডোবা থেকে এক অজ্ঞাতনামা তরুনির লাশ উদ্বার করে রাউজান থানা পুলিশ । গতকাল ২০ নভেম্বর শনিবার সকালে সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা চালক সড়কের পাশে তরুনীর লাশ পড়ে থাকতে দেখে রাউজান থানা পুলিশকে সংবাদ দেয় । পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তরুনীর লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয় । ঘটনাস্থর পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর অতিরিক্ত পুলিশ সুপার কবির আহম্মদ, রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, সড়কের পাশে পরিত্যক্ত ডোবা থেকে উদ্বার করা অজ্ঞাতনামা তরুনীর লাশ উদ্¦ার করি। উদ্বার করা তরুনীর লাশের মুখে রক্তের দাগ রয়েছে । কে বা কারা তরুনীকে হত্যা করে তার লাশ সড়কের পাশে পরিত্যক্ত ডোবায় ফেলে দিয়ে যায় বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা ।











