ঋনের টাকায় গিড়া পোল্টি ফার্ম পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ৩ নং চিকদাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন সর্তা এলাকার প্রদ্যোৎ পালিত ব্রাক ব্যাংক আমির হাট শাকা থেকে ২ লাখ টাকা ঋন নেয় । ঋণের টাকা দিয়ে ঘরের পাশে পোল্টি ফার্ম করার জন্য পোল্টি ফার্ম নির্মান করেন । নির্মান করা পোল্টি ফার্মের মধ্যে পোল্টি ফার্মের মালামাল এনে মজুদ করেন। পোল্টি ফার্মে মুরগীর বাচ্চা এনে তুলবেন এই প্রস্তুতি নেওয়া হয় । গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার সময়ে ঋনের টাকা দিয়ে নির্মান করা পোল্টি ফার্মে আগুন লাগিয়ে দেয় দুবৃত্তরা । দুবৃত্তের দেওয়া আগুনে পোল্টি ফার্ম ও পোল্টি ফার্মের মালামাল পুড়ে যায় । প্রদ্যোৎ পালিত বলেন, এঘটনার ব্যাপারে গত ১৯ নভেম্বর শুক্রবার রাউজান থানায় অভিযোগ করেছি । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনকে ফোন করে জানতে চাইলে, ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, ােপল্টি ফার্ম পড়িয়ে দেওয়ার ঘটনার ব্যাপারে দেওয়া অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।