কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে র্যাবের সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মামুন (২৪), মো. জুবায়ের (১৮) ও আবু বকর ছিদ্দিক (২০)।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসের (চট্টমেট্রো চ : ১৩-০৯৬৪) দুটো স্লাইডিং দরজায় বিশেষ কৌশলে লুকানো ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।











