চাঁদের মেলার ২য় সাহিত্য আসর অনুষ্ঠিত

শিশুসাহিত্য সংগঠন চাঁদের মেলা আয়োজিত ২য় সাহিত্য আসর ১৯ নভেম্বর শুক্রবার সংগঠনের সভাপতি সাইফুল্লাহ কায়সারের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফ। অালোচনা কালে তিনি বলেন , যারা লেখালেখি করেন তাদেরকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং প্রতিদিন লেখার চেষ্টা চালিয়ে যেতে হবে।তানভির হাসান বিপ্লব ও কানিজ ফাতিমা রচিত দুইটি বইয়ের উপর আলোচনা করেন কবি ও শিশুসাহিত্যিক উৎপলকান্তি বডুয়া, অমিত বডুয়া, আবুল কালাম বেলাল ও অরুন শীল। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখা পাঠে অংশ নেন কবি মহিউদ্দিন শাহ আলম নিপু, জসিম মেহবুব, বিপুল বডুয়া, আজিজ রাহমান,কেশব জিপসী, সনজিত দে, আকা বাবুল, এড শংকর প্রসাদ দে,অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, ইফতেখার মারুফ, আকতারুল ইসলাম, প্রদ্যোৎ কুমার বড়ুয়া, গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, লিটন কুমার চৌধুরী, জাহেদ কায়সার,সালাম সৌরভ, সরওয়ার আরমান, অভি ওসমান, সাজেদুল করিম ভূইয়া, রুনা তাসমিনা, অনার্য আমিন, আজহার মাহমুদ, প্রমুখ।