সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর নির্দেশনায় মানবকল্যানে কাজ করছে- পৌর মেয়র জমির

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ মাউজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাহেবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারীর নির্দেশনায় দেশে মানব কলানে কাজ করছে । দারিদ্র বিমোচন, শিক্ষার মান উন্নয়নে, দুস্থঃ অসহায় মানুষের সহায়তা প্রদান করে দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে । মানবকল্যানে কাজ করা গাউসিয়া হক কমিটির যে কোন কাজে আমার সহায়তা পাবে । গতকাল ১৯ নভেম্বর শুক্রবার বিকালে মাইজভান্ডারী গাউসিয়্ াহক কমিটি বাংলাদেশ মুন্সির ঘাটা শাখার উদ্যেগে মাসিক মাহফিল, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ একথা বলেন । মাইজভান্ডারী গাউসিয়্ াহক কমিটি বাংলাদেশ মুন্সির ঘাটা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলম মাস্ট্রারের সভাপতিত্বে রাউজান সদর বিএল কমিনিউটি সেন্টারে অনুষ্টিত মাসিক মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরন, সংবর্ধনা অনুষ্টানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। আল্লামা এম এ মতিন। সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়ক মঞ্জুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নুরুচ্ছাপা,মোঃ ইউছুপ আলী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,মোহাম্মদ জাফর উল্লাহ্ চৌধুরী,রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খাঁন বাবর, আক্কাস উদ্দিন মানিক,সাদিকুজ্জামান শফি, মোহাম্মদ আলী মাষ্টার,য্বুলীগ নেতা আবু ছালেক,এস এম তছলিম উদ্দিন,মোঃ নাছির উদ্দীন, সাজ্জাদ হোসেন,নাজিম উদ্দিন কালু,জেবর মুল্লুক,আবু আহম্মদ,পারভেজ সিকদার, শাহাদাৎ হোসেন সাজ্জাদ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের নব নিযুক্ত উপদেষ্টা রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, মাইজভান্ডারী ত্বরিকার প্রচার প্রসারের অবদান রাখায় মোহাম্মদ ইসমাইলসহ জন তিনকে সংবর্ধনা ও ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দেয়া হয়।