নাগরিক হাসপাতাল উদ্বোধন

সর্বাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম সেবার নিশ্চয়তা নিয়ে নাগরিক হাসপাতালের শুভ উদ্বোধনী অনুষ্ঠান গত ১৫ নভেম্বর, সোমবার বন্দর নগরী চট্টগ্রামের বঙ্গবন্ধু এভিনিউ অক্সিজেন মোড়ে হাসপতালের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ এনামুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেন, পাঁচলাইশ ৩নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ২নং জালালাবাদ কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ৪নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, ৮নং শোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আজম, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, দলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি, লেঃ কর্ণেল (অব.) ডা. ঈসমাইল হোসেন, লেঃ কর্ণেল (অব.) রুনা বেগম। উপস্থিত ছিলেন জি.এস কফিল উদ্দিন, মামুনুল ইসলাম তালুকদার, মুহাম্মদ ইউনুছ, আনিসুর রহমান মুন্না, হাসপাতালের জিএম ইদ্রিচ আলী, আহমদ রেজা প্রমুখ। অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, অত্র অঞ্চলের সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ তৈরী হয়েছে। আগে সেবা পরে ব্যবসার মন মানসিকতা নিয়ে অসচ্ছল রোগীদের সু-চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে হবে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম বলেন, সর্বাধিক উন্নত চিকিৎসা প্রযুক্তি অব কাঠামো মতে সজ্জিত ৩টি সর্বাধুনিক অপারেশন থিয়েটার, ১০টি এনআইসিইউ শিশু স্বাস্থ্য বিভাগ, বিশ্বমানের রেডিওলজী ও ইমেজিং ইসিজি, ইটিটি, ইকোকাডিওগ্রাফী, প্যাথলজিক্যাল ল্যাবরেটরীর মাধ্যমে নির্ভূল রোগ নির্নয়ের ব্যবস্থা, ৩০জন সেরা বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার, ভিআইপি কেবিন, ডিলাক্স কেবিন ও জেনারেল বেডের সমন্বয়ে ৫০ শয্যার অথ্যাধুনিক এই হাসপাতাল।