উপরে মাছ, ভেতরে ইয়াবা! বিশাল বস্তা। তাতে থরে থরে সাজানো মাছ। তার নীচেই বিশেষ কায়দায় রাখা ইয়াবাগুলো। মোট ০৫ টি প্যাকেটে ৫০ হাজার ইয়াবা! এসময় এসব ইয়াবা সরবরাহের সাথে জড়িত তিন রোহিঙ্গাকেও আটক করা হয়েছে। আটককৃতরা হলেন (১) আবু তাহের (২২), (২)মো:ইসমাইল (২৮),(৩) মো: মোবারক (২৭)। বস্তা কিংবা বহনকারী দেখে ইয়াবা শনাক্ত করাটা খুবই দুরূহ ছিল। কিন্তু কষ্টসাধ্য কাজটাই অবলীলায় করেছে টিম কোতোয়ালির চৌকষ টিম। ধন্যবাদ এস আই সুমিত বড়ুয়া সহ তার টিমকে।











