নিজ ঘরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মানসিক প্রতিবন্ধী যুবকের। মঙ্গলবার (০৯ এপ্রিল) রাতে চট্টগ্রামের চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, নিহত যুবকের নাম হিনু বড়ুয়া (২৮)। নিজ ঘরে একাই থাকতেন তিনি। মঙ্গলবার বাড়িতে আগুন লাগলে অন্যান্যরা নিরাপদে বেড়িয়ে যান। কিন্তু বের হতে পারেননি হিনু। আগুনে পুড়ে নিজ ঘরেই করুণ মৃত্যু হয়েছে তার।
স্থানীয়রা জানিয়েছেন, হিনু লাখেরা গ্রামের মৃত প্রবীর বড়ুয়ার সন্তান। তার মা চট্টগ্রাম নগরীতে মেয়ের বাসায় থাকেন।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। দ্রুত ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর সেখানে তল্লাশি করে হিনু বড়ুয়ার লাশ উদ্ধার করা হয়। এরপর সেটি স্থানীয় কালারপোল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, আগুনে হিনু বড়ুয়ার ঘরসহ চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সৌমেন জানিয়েছেন, আগুনের উৎস সম্পর্কে তদন্তের পর জানানো যাবে।