পাকা আমন ধান জোরপুর্ব কেটে নেওয়ায় অভিযোগ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়েনের ফকির প৪াড়া এলাকার বাসিন্দ্বা দেলোয়ার ও মাহফুজ দু ভাই অভিযোগ করে এলেন তাদের পিতা মৃত আবুল খায়ের ক্রয় করা ফসলী জমিতে তারা আমন ধানের চারা রোপন করে। আমন ধানের চারা রোপন করার পর আমন ধান পাকার পর গতকাল ৯ নভেম্বর মঙ্গলবার ভোর ৬ টার সময়ে প্রতিবেশী ফারহান ২০ জন লোক নিয়ে দেলোয়ার ও মাহফুজ পৈতৃক সুত্রে ক্রয় করা ফকির পাড়া গদা মৌলভী জামে মসজিদের পুর্ব পাশের ৪০ শতক ফসলী জমি থেকে আমন ধান জোর করে কেটে নিয়ে যায় । দোলোয়ার ও মাহফুজ অভিযোগ করে আরো বলেন, ফারহান জোরপুর্বক ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের জমি থেকে পাকা আমন ধান কেটে নেওয়ার সময়ে রাউজান থানার পুলিশকে অভিযোগ করার পর রাউজান থানার এস আই ইকবাল পুলিশ নিয়ে ঘটনাস্থলে সকাল ৯ টার সময়ে আসলে ফারহান তার ভাড়টিয়া লোকজন কাটা পাকাধান নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ফারহানেরে কাছে ফোন করে জানতে চাইলে ফারহান বলেন, ঐ জমি আমার পৈতৃক সম্পত্তি । ঐ জমিতে আমি আমন ধানের চারা রোপন করি। আমার রোপন করা পাকা আমন ধান আমি কেটে এনেছি । এ ব্যাপারে রাউজান থানার এস আই ইকবালের কাছে জানতে চাইলে, এস আই ইকবাল বলেন ঘটনার সংবাদ পেয়ে আমি পুলিশ নিয়ে যায় । আমি যাওয়ার সময়ে টের পেয়ে ফারহান ও তার লোকজন পালিয়ে যায় ।