নগরের বিভিন্ন এলাকায় ব্যাংকের সামনে অবস্থান নেয়া চক্রটির কাজ- গ্রাহককে অনুসরণ করা। টাকা নিয়ে বের হতেই পিছু নেয় তারা। পরে সুবিধাজনক স্থানে ওই গ্রাহককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া হতো।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জমিয়তুল ফালাহ মসজিদ গেইট এলাকায় এই চক্রের সদস্য দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ, উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের টাকা।
গ্রেফতার ব্যক্তিরা হলো- নোয়াখালীর বুবারকান্দি হায়দার বাড়ির মামুনুর রশিদ (৩১) ও সাতকানিয়ার কড়াইয়া নগর মনির মেম্বার বাড়ির শহিদ আলম প্রকাশ শহীদ (৩০)।
কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. পারভেজ (৩০) নামের এক ব্যক্তি ঢাকা ব্যাংক থেকে ১ লক্ষ ৮৯ হাজার ৫শ’ টাকা তুলে সিএনজি টেক্সী নিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। তার টেক্সীর গতিরোধ করে জোরপূর্বক বের করে আনা হয়। ছিনতাইকারীরা ছুরি দেখিয়ে তার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পারভেজের চিৎকারে টহল পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এসে
দুই ছিনতাইকারীকে আটক করে। এসময় আরও একজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ১ লক্ষ টাকা এবং ছুরি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই মোস্তফা মাহমুদ পিয়াল, মো. আব্দুল্লাহ, নুরুল হুদা ও আশীষ দাশ জানান, ছিনতাইকারীরা জুবিলী রোড, লালখান বাজার, মুরাদপুর, ২নম্বর গেইট, টাইগারপাস, জিইসি মোড় এলাকার ব্যাংকের সামনে অবস্থান নিয়ে গ্রাহককে অনুসরণ করে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছে বলে স্বীকার করেছে।
ছিনতাইয়ের ঘটনায় মো. পারভেজ বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন জানান, ছিনতাইয়ের অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে