আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে টোল আদায়ে আপত্তি চসিকের

আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে টোল আদায়ে আপত্তি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (৩ এপ্রিল) ফ্লাইওভারের টোল আদায়ে চসিকের মতামত চেয়ে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর জবাবে সোমবার (৮ এপ্রিল) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা মন্ত্রণালয়কে নিজেদের আপত্তির কথা জানান।

চিঠিতে প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ‘আমি ব্যক্তিগতভাবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। তাদের কেউ টোল আদায় সমর্থন করেননি। বরং এর ফলে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সকলে এর বিরোধিতা করেছেন। যেহেতু প্রকল্পটির অনুমোদিত ডিপিপিতে টোল আদায় বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই, সেহেতু চট্টগ্রাম সিটি করপোরেশনও বিভিন্ন শ্রেণি-পেশার মতামতের সাথে একমত পোষণ করে টোল আদায় করা সমীচীন হবে না মর্মে মতামত ব্যক্ত করছে।’

‘আখতারুজ্জামান ফ্লাইওভারে টোল আদায় প্রসঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন ইতোপূর্বে বিবৃতি প্রদানের মাধ্যমে টোল আদায়ে জনমনে নানা নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে এর বিরোধিতা করে আসছে।’

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ফ্লাইওভার ও ফ্লাইওভারের নিচের সৌন্দর্যবর্ধন কাজ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করলে টোল আদায় না করেই তার যাবতীয় রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহনে সম্মত আছে। এতে মেয়রেরও সম্মতি আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত: মুরাদপুর, ২ নম্বর গেট ও জিইসি জংশনে ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ‘লালখান বাজার হতে মুরাদপুর পর্যন্ত মূল ফ্লাইওভার এবং ২ নম্বর গেট হতে ও জিইসি জংশনে লুপ, র‌্যাম্পসহ নির্মিত ৬.২ কিলোমিটার আখতারুজ্জামান ফ্লাইওভার গত বছর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।