চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ বসবসকারীদের সরে যেতে মাইকিং করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে হাসপাতালের একটি টিম লিচু বাগান, মসজিদ কলোনি ও গোয়াছি বাগান স্টাফ কোয়াটারগুলোতে মাইকিং করে।
কর্তৃপক্ষ বলছে, চমেক হাসপাতালের প্রায় আট একর জায়গা বেদখল হয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ৮শ কোটি টাকা। এখনো কয়েকটি অসাধু চক্র হাসপাতালের জায়গা দখলের চেষ্টায় লিপ্ত।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা প্রণব কুমার হাওলাদার বলেন, অবৈধ বসবসকারীদের সরে যেতে মাইকিং করা হয়েছে।
‘লিচু বাগান, মসজিদ কলোনিতে অবৈধ বসবাসকারীর খোঁজ মেলেনি। তবে গোয়াছি বাগানে স্টাফ কোয়াটারগুলো অনেকে অবৈধভাবে বসবাস করছে।
‘মাইকিংয়ে অবৈধ বসবাসকারীদের দ্রুত সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নয়তো কর্তৃপক্ষ তাদেরকে উচ্ছেদ করবে।’
এ সময় হাসপাতালের হিসাবরক্ষক কর্মকর্তা মো. শাহাজাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।











