রাউজানে চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়ন বৈধ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ১৪ ইউনিয়নে ১৪ চেয়ারম্যান ও ১শত ২৬ জন মেম্বার, সংরক্ষিত মহিলা ৪২ টি ওয়র্ডে ৪২ জন মহিলা মেম্বার সহ ১শত ৮২ জন প্রার্থীর মনোনয়ন বাছাই শেষ সকলেই বৈধ প্রার্থী হিসাবে চুড়ান্ত করেছে রিটানিং অফিসার । চট্টগ্রামের রাউজান উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ সময়ের একদিন পুর্বে গত ১ নভেম্বর সোমবার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান,ওয়ার্ড মেম্বার ও সংরক্ষিত আসনে একজন করে মনোনয়ন পত্র দাখিল করেছেন। য়োরম্যান ও মেম্বার ও মহিলা মেম্বার পদে একাধিক কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়নি । গতকাল ৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেে সারাদিন চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করে রিাটানিং অফিসার । মনোনয়ন পত্র বাছাই শেষে সকল চেয়ারম্যান ও মেম্বার, মহিলা প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষনা করেন সংশ্লিষ্ট রিটানিং অফিসারেরা । আগামী ১১ নভেম্বও মনোনয়ন পত্র প্রতাহারের শেষ তারিখ । মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিণে কোন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে চেয়ারম্যান ও মেম্বার, মহিলা মেম্বার পদে ১৪ জন চেয়ারম্যান সহ ১শত ৮২ জন মেম্বার ও মহিলা মেম্বার বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হবে । আগামী ২৮ নভেম্বর রাউজানে কোন ভোট হবেনা । এখানে বিনা ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আরো একটি রেকর্ড সৃষ্টি হবে।রিটানিং অফিসার রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা, উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, উপজেলঅ মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমান এর কার্যলয়ে মনোনয়ন পত্র বাছাই করা হয় । রাউজান উপজেলা নির্বাচন অফিসার অরুন উদয় ত্রিপুরা বলেন, চেয়ারম্যান ও মেম্বার , মহিলা মেম্বারদের সকলের মনোনয়ন পত্র বাছাই শেষে বৈধ ঘোষনা করা হয়েছে । রাউজানের ১৪টি ইউনিয়নের মধ্যে হলদিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান দলীয় প্রার্থী আবদুর রহমান চৌধুরী লালু। বিনাজুর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি দলীয় চেয়ারম্যান র্প্র্থাী রবিন্দ্র লাল চৌধুরী, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থী বিএম জসিম উদ্দিন হিরু, গহিরা ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় প্রার্থী নুরুল আবছার বাশি, রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পশ্চিম গুজরার বর্তমান চেয়ারম্যান দলীয় প্রার্থী সাহাবু উদ্দিন আরিফ, পুর্ব গুজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, বাগোয়ান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভুপেশ বড়ুয়া, কদলপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ব্যংকার নিজাম উদ্দিন আহম্মদ সহ
গত ১ নভেম্বর সোমবার সকাল ১০ থেকে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা মোটরসাইকেল বহরে দলবল নিয়ে এসে শোডাউন করে উপজেলা সদরে আসে। নির্ধারিত রিটানিং কর্মকর্তার অফিসে তারা মনোনয়নপত্র জমা দেন। উপজেলা মৎস্য অফিসার পিযুষ প্রভাকের কার্যালয়ে মনোয়নপত্র জমা করেন রাউজান উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী সৈয়দ আবদুল জব্বার সোহেল, রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পশ্চিম গুজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দলীয় প্রার্থী সাহাবু উদ্দিন আরিফ, পুর্ব গুজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন আহম্মদ।
উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান নৌকার প্রার্থী রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া।
উপজেলা নির্বাচনী অফিসার অরুন উদয় ত্রিপুরার কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এম সরোয়ার্দি সিকদার, চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান দলীয় প্রার্থী প্রিয়তোষ চৌধুরী, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নৌকার প্রার্থী ভুপেশ বড়ুয়া, কদলপুর ইউনিয়নে দলীয় প্রার্থী ব্যাংকার নিজাম উদ্দিন আহম্মদ।চেয়ারম্যান ও মেম¦ার, মহিলা মেম্বার পদে একাধিক কোন প্রার্থী না থাকায় রাউজানের ১৪টি ইউনিয়নের ১৪ জন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী, ১শত ২৬টি সাধারন ওয়ার্ডে ১শত ২৬ জন মেম্বার প্রার্থী, ও ৪২ সংরক্ষিত মহিলা আসনে ৪২ জন মহিলা মেম্বার প্রার্থী ভোট ছাড়া বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হচ্ছেন ।