নগরের কোতোয়ালি থানার ব্যাটারি গলির একটি ভাড়া বাসা থেকে ক্ল্যারি কুঁইয়া (২৫) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ক্ল্যারি সরকারি মহসিন কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। সে ওই এলাকার রবার্ট কুঁইয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ক্ল্যারি কুঁইয়ার মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।











