উখিয়ায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক দুই

কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই সহোদরকে আটক করেছে র‌্যাব-১৫।
মঙ্গলবার (২ নভেম্বর) বিকাল ৫ টার দিকে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে বিকাল ৩ টার দিকে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী দক্ষিণ পাড়া এলাকার মো. জলিলের ছেলে খাইরুল (২৬) ও মো. নুরুল হাকিম (৩৪)।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল উখিয়ার বালুখালী ডিসি রোডের পাশে জনৈক নবী হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় নবী হোসেন কৌশলে পালিয়ে যায়। এসময় তার বসতঘর থেকে খাইরুল ও নুরুল হাকিমকে আটক করা হয়েছে। ওই সময় বসতঘর তল্লাশী চালিয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি রামদা, একটি ছোড়া ও দু’টি চাকু এবং মাদক বিক্রির ৫৪ হাজার ৫০০ টাকাসহ একটি ৬৯ লাখ টাকার ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। এছাড়া অবৈধ অস্ত্রের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।