নারী-পুরুষ উভয়ের ব্যবহারের কনডম উদ্ভাবন করেছে মালয়েশিয়া

নারী-পুরুষ উভয়ের ব্যবহারের জন্য ‘ইউনিসেক্স কনডম’ উদ্ভাবন করেছে মালয়েশিয়া। দেশটির টুইন ক্যাটালিস্ট মেডিক্যাল ফার্মের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ এটি তৈরি করেছেন।

এতে ব্যবহার করা হয়েছে মেডিক্যাল ড্রেসিংয়ের কাজে ব্যবহৃত উপাদান।
এটি বিশ্বের প্রথম ইউনিসেক্স কনডম।

‘ওয়ান্ডালিফ’ নামের এই ইউনিসেক্স কনডম জন্ম নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক।

ওয়ান্ডালিফের প্রতিটি প্যাকেটে দুইটি করে কনডম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে আরএম-১৪.৯৯ রিঙ্গিত (৩০৯ টাকা)।

ড. ট্যাং জানিয়েছেন, এই ইউনিসেক্স কনডম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না।

এরইমধ্যে বেশ কয়েকটি ক্লিনিকাল ট্রায়াল হয়েছে ওয়ান্ডালিফের। ডিসেম্বর থেকে এটা বাজারে পাওয়া যেতে পারে।