অবশেষে বাংলাদেশে টিকা রপ্তানির অনুমোদন পেল সেরাম ইনস্টিটিউট

অবশেষে জট কাটল। ফের বাংলাদেশে টিকা রপ্তানির অনুমোদন পেল পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অক্টোবরের বাকি দুদিনের মধ্যেই তারা ১০ লক্ষ ডোজ অক্সফোর্ড এস্ট্রাজেনেকা ভ্যাকসিন কোভিশিল্ড পাঠাচ্ছে বাংলাদেশে। নেপাল, মিয়ানমারেও ভারত ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির মাধ্যমে ১০ লক্ষ ডোজ পাঠাচ্ছে।
বাংলাদেশের সঙ্গে সেরাম ইনস্টিটিউট একটি চুক্তি করে, তিন কোটি ভ্যাকসিন তারা পাঠাবে। অক্সফোর্ড এস্ট্রাজেনেকা ভ্যাকসিন কোভিশিল্ড এর জন্য বাংলাদেশ সেরামকে মোট ভ্যাকসিনের অর্ধেক দাম ছশো কোটি টাকা অগ্রিম হিসেবে দেয়ও। ২৫ জানুয়ারি সেরাম ৫০ লক্ষ এবং ২৩ ফেব্রুয়ারি ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন পাঠায় বাংলাদেশে। এছাড়াও ভারতের উপহার হিসেবে ২১ জানুয়ারি ২০ লক্ষ ডোজ ও ২৩ মার্চ ১২ লক্ষ ডোজ ভ্যাকসিন পৌছায় বাংলাদেশে।

কিন্তু, এরপরই ভারতে কোভিড ভয়ঙ্কর রূপ নেওয়ায় ভারত সরকার সব ধরণের ভ্যাকসিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশে ভ্যাকসিন যাওয়া বন্ধ হয়। ভারতে বর্তমানে কোভিড কিছুটা কম হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এবার তাদের অর্ডার দেওয়া ভ্যাকসিন পাবে।