ওয়ালিবেগ খাঁ মসজিদ অনিন্দ সৌন্দর্যে সজ্জিত হবে

নগরীর নওয়াব ওয়ালিবেগ খাঁ জামে মসজিদের পুন: নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন ইটের গাথুনির মাধ্যমে নওয়াব ওয়ালিবেগ খাঁ জামে মসজিদের পুর্ণঃ নির্মাণের কাজ উদ্বোধন করেন। নগরীর চকবাজার এলাকায় অবস্থিত একটি ইসলাম ধর্মীয় প্রাচীন স্থাপত্য। ১৭১৩ সালে মোঘল আমলে ওয়ালিবেগ খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। অনিন্দ সৌন্দর্যে সজ্জিত এ মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য় বাইর থেকে তেমনটা বোঝা যায় না। তবে ভেতরের অংশটা অনেক চমকপদ । মুল মসজিদের দেয়ালগুলো অনেক পুরানো। দেয়ালের পুরুত্ব প্রায় ১ থেকে ৩ফুট পর্যন্ত । দেয়ালের গায়ে রয়েছে ছোট ছোট খোপ। যেগুলোতে প্রয়োজনী জিনিষপত্র রাখা হয়। বর্তমানে এই খোপগুলোতে পবিত্র কোরআন শরীফসহ বিভিন্ন জিনিষপত্র রাখা হয়। সেই দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর এই মসজিদটির পুরাতন অবকাঠামো অক্ষুন্ন রেখে নতুন মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রতি ফ্লোর ৫হাজার বর্গফুট হিসেবে ৬তলার সর্বমোট ৩০ হাজার বর্গফুট আয়তনে এই মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১৩ কোটি টাকা ।এতে ৪হাজার মুসল্লী এক সংগে নামাজ আদায় করতে পারবে। নিজস্ব অর্থায়নে ঐতিহ্যবাহী প্রাচীন এই মসজিদ নির্মিত হচ্ছে। এতে থাকছে ২টি লিফট,২টি সিড়ি, ৮৫ফুট বিশিষ্ঠ সুউচ্চ ১টি মিনার,কারপার্কিং ব্যবস্থা,টয়লেট,প্রস্তাব ,ওজুখানা,মুয়াজ্জিম, ইমাম ও অফিস কক্ষ এবং পাঠাগার ইত্যাদি । উদ্বোধনকালে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির ্উদ্দীন বলেন মসজিদ বিনির্মাণ, সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত সওয়াবের কাজ। সেই সঙ্গে নির্মিত মসজিদ সংরক্ষণ করা সবার জন্য আবশ্যক। এই প্রসংগে মেয়র আরো বলেন মসজিদ হচ্ছে সেজদার স্থান বা ইবাদতস্থল। ইসলামে মসজিদ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বপ্রথম পৃথিবীর বুকে যে ঘর নির্মাণ করা হয়েছিল, তা হলো মসজিদুল হারাম বা পবিত্র কা’বাগৃহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কাজটি করেছিলেন তা হলো মসজিদ নির্মাণ। কোনো এলাকায় মসজিদ থাকা এটা মুসলিম এলাকার পরিচয়পত্রের মতো। মসজিদ মুসলমানদের জন্য একটি আশ্রয়স্থল।তাই আমাদের সবাইকে মসজিদ নির্মাণ ও সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট থাকার তাওফিক দানে মহান আল্লাহ তাল্লাহ কাছে সহযোগিতা কামনা করেন সিটি মেয়র । এসময় ওয়ালি বেগ খাঁ মসজিদের উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.এ.এম.সাইফুদ্দিন,সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার,কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, মোজাহেরুল ইসলাম,আলহাজ্ব মফিজুর রহমান,এখলাচুর রহমান,আলহাজ্ব সেলিম উদ্দিন, ফারুক খালেক চৌধুরী, , মঞ্জুর হোসেন, মো. নাজিম উদ্দিন, খালেদ জামাল, সাইফুল ইসলাম ভুইয়া রাসেল, মোস্তাক আহমদ টিপু, ফয়সাল কামাল চৌধুরী, শফিকুল আলম,জসিম উদ্দিন,শাখাওয়াদ হোসেন মানিক,আলী নেওয়াজ খান পারভেজসহ স্থানীয় গণ্যমান্য মুসল্লী ও স্থপতি মিজানুর রহমান ও জাবিত আকরাম উপস্থিত ছিলেন। দেশ জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবদুল মান্নান আশরাফী।