শরিয়তের রাস্তায় চলার নামই ত্বরিকত

রাউজানে মিনা আকবর মাদ্রাসার বার্ষিক সভায় পীর আল্লামা সাবির শাহ

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের মিনা আকবর তৈয়্যবীয়া তাহেরীয়া মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে আল¬ামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.) বলেন, আমরা আল¬াহ্ কে স্মরণ করলে আল¬াহর আমাদের স্মরণ করবেন। আল¬াহর আনুগত্য তখনই অর্জিত হবে, যখন কেউ রাসুলে পাক (দ)’র আনুগত্য করবে। তিনি বলেন, করোনাকালে গাউসিয়া কমিটি বাংলাদেশের মানবিক সেবার দৃষ্টান্ত ছিল অনন্য। করোনাকাল ছিল যেন একটি ছোট কেয়ামত, যখন ছেলে পিতার কাছে আসেনি। স্বামী স্ত্রী কে ফেলে চলে গেছে। এমন একটি মহা বিপদকালে গাউসিয়া কমিটি এসেছিল ত্রাণকর্তা রুপে, বুকে টেনে নিয়েছে মৃতব্যক্তি কে। তারা করোনায় মৃতের দাফন করেছে , গোসল-কাফন, জানাজা দিয়ে প্রকৃত মর্দে মুজাহিদের দায়িত্ব পালন করেছে। তিনি মানুষের কল্যাণের পথে আহবানের জন্য’ দাওয়াতে খায়র ‘ কর্মসূচি পালনের আহবান জানিয়ে বলেন, ত্বরিক মানে রাস্তা, আর ত্বরিকতের উদ্দেশ্য হলো শরিয়তের পথে সঠিক ভাবে এগিয়ে যাওয়া। গত ২৫ অক্টোবর সোমবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.)। নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী এবং হাফেজ ফরিদুল আলম সঞ্চালনায় অতিথি ছিলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ সাহেব, যুগ্ন মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার , অর্থ সম্পাদক মুহাম্মদ কামরুদ্দিন সবুর, ইউ এ ই সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব ফরিদুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব জানে আলম, অর্থ সম্পাদক তওহীদ, উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা আবদুল খালেক, প্রচার প্রকাশনা সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, অধ্যাপক গিয়াস উদ্দিন, মহানগর গাউসিয়া কমিটির মাওলানা আবদুল¬াহ, সাবের আহমেদ, মনির উদ্দিন সোহেল, এরশাদ খতিবি, রাউজান উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস নুরি, সহ সভাপতি এস এম আসাদ উল¬াহ, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা এম এ মতিন, নোয়াজিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট সায়েমুল, নোয়াজিশপুর ইউনিয়ন গাউসিয়া সভাপতি মুহাম্মদ আবদুল¬াহ আল মামুন প্রমুখ। তাকরীর করেন মাওলানা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী ও মাওলানা হাসান আজহারী প্রমুখ।