পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে


টিচিং লার্ণিং শীর্ষক ওয়ার্কসপে চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে বিভিন্ন বিভাগে নতুন নিয়োগকৃত শিক্ষকদের ‘ঞবধপযরহম-খবধৎহরহম’ শীর্ষক দিনব্যাপি এক ওয়ার্কসপ ৮ এপ্রিল ২০১৯ সকাল ৯.৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ওয়ার্কসপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এ কে এস খান সেন্টার ফর এক্সিলেন্সের প্রফেশনাল ডেভেলপমেন্ট-এর পরিচালক উৎ. গধৎশ ইধৎঃযড়ষড়সব.ি
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে তরুণ শিক্ষকদের স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। মাননীয় উপাচার্য বলেন, একে খান ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পরম সুহৃদ। তাঁদের ঐকান্তিক আগ্রহ ও ইচ্ছায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে একাডেমিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে যথেষ্ট অবদান রাখায় মাননীয় উপাচার্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় নিয়োজিতরা অর্থ-বিত্তের মালিক হতে পারে না। জনস্বার্থে এবং দেশ-জাতির বৃহত্তর স্বার্থে বিবেকবোধের মাধ্যমে তাঁদেরকে সবসময় দায়িত্ব পালন করে যেতে হয়। মাননীয়্ উপাচার্য বলেন, আমাদের তরুণ শিক্ষকবৃন্দ অত্যন্ত মেধাবী। তাঁদের মেধার পরিস্ফুটন ঘটাতে এবং নিজেদের দক্ষ ও সক্ষম গড়ে তুলতে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাননীয় উপাচার্য আরো বলেন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে একাডেমিক এবং শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে বিশে^র বিভিন্ন নামিদামী বিশ^বিদ্যালয়ের সাথে ইতোমধ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরফলে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিশ^ পরিমন্ডলে জ্ঞান-গবেষণার সুযোগ অবারিত হয়েছে। মাননীয় উপাচার্য বলেন, প্রশিক্ষণে উপস্থাপিত বিষয়াবলী আমাদের তরুণ মেধাবী শিক্ষকবৃন্দ আলোচনা-পর্যালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডারকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি বিশ^বিদ্যালয়ের আইন-কানুন সম্পর্কে সম্যক ধারণা রাখবেন এটাই প্রত্যাশিত। তিনি তরুণ শিক্ষকদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণের সার্বিক সাফল্য কামনা করেন।
পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ^বিদ্যাললের সাথে এ কে এস খান সেন্টার ফর এক্সিলেন্স-এর মধ্যে ‘ঞবধপযরহম, জবংবধৎপয ধহফ চৎড়ভবংংরড়হধষ উবাবষড়ঢ়সবহঃ’ সংক্রান্ত সমঝোতা চুক্তি (গড়ট) স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পক্ষে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং এ কে এস খান সেন্টার ফর এক্সিলেন্স-এর পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব শারফানাজ এস খান উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইকিউএসি-চবি’র পরিচালক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং এ কে এস খান সেন্টার ফর এক্সিলেন্স এর প্রফেশনাল ডেভেলপমেন্ট এর পরিচালক উৎ. গধৎশ ইধৎঃযড়ষড়সবি উপস্থিত ছিলেন।