অক্টোবর সেবা সপ্তাহ ২০২১ইং উপলক্ষে সকাল হতে চাকতাই, খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী ও আলহাজ্ব নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশনের আয়োজনে ও আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে তিন শতাধিক সমাজের সুবিধা বঞ্চিত ব্যক্তিকে চক্ষু, ডায়বেটিস পরীক্ষা এবং বস্ত্র ও মাস্ক বিতরণ ও একজন হতদরিদ্র ব্যক্তিকে ১টি রিক্সা প্রদান করা হয়। ক্লাব সভাপতি লায়ন মোঃ ইউসুফ চৌধুরী এমজেএফ এর সভাপতিত্বে ও লায়ন মোঃ আরশাদুর রহমান এবং আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন লায়ন আল সাদাত দোভাষ এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সভাপতি, চাকতাই, খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন মোহাম্মদ আলী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস এম কামাল হোসেন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এম এ মান্নান, লায়ন আরিফ সাজ্জাদ চৌধুরী, লায়ন মইনুদ্দীন নুর তারেক, লায়ন আলী আশরাফ আজগরী, ওয়াহিদুর রহমান, নুরুল হুদা মজুমদার, মোঃ মুছা শিবলু, চাকতাই, খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতি‘র অর্থ সম্পাদক হারাধন চৌধুরী, দেবাশীষ দাশ গুপ্ত, নাজমুল হক, মনির হোসেন, মুহাম্মদ হারুনুর রশীদ, এস এম আব্বাস উদ্দিন, লিও আলভী, লিও ওমর ফারুক, লিও শাহাদাত হোসেন, লিও নয়ন দাশ, লিও সিরাজুল হিরো, লিও ইভন, লিও জিশান, লিও ইসরাত ও লিও সাথী প্রমূখ।










