ভারতে ১০০ কোটির টিকা সম্পূর্ণ হওয়ার দিনই সেরাম কর্তার ঘোষণা, ফেব্রুয়ারিতে শিশুদের ভ্যাকসিন

ভারতে ১০০ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হওয়ায় লাল কেল্লায় উড়ছে ১৪০০ কিলোগ্রাম ওজনের পতাকা। পুরাতত্ত্ব বিভাগ ১০০টি হেরিটেজ ভবন রং করছে। কিন্তু এই ১০০ কোটির টিকাকরণের দিনে সব থেকে বড় খবরটি সম্ভবত দিলেন সেরাম কর্তা আদর পুনেওয়ালা। তিনি জানিয়েছেন, ফেব্রয়ারিতেই আসছে দু’ তিন বছরের শিশুদের জন্য করোনা ভ্যাকসিন- কোভোভ্যাক্স। এই ব্যাপারে যে ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে গেছে তা জানিয়ে পুনেওয়ালা বলেন, ট্রায়ালের ফল সন্তোষজনক। অল্প কিছুদিনের মধ্যেই শিশুদের ভ্যাকসিন দেয়া শুরু হবে। আদর পুনেওয়ালা জানিয়েছেন, তারা আশা করছেন- ফেব্রুয়ারির মধ্যে এই ভ্যাকসিন বাণিজ্যিকভাবে বাজারে আনা সম্ভব হবে। কোভোভ্যাক্স-এর আন্তর্জাতিক স্বীকৃতিও তারা পাবেন বলে মনে করছেন সেরাম কর্তা।
ইতিমধ্যে কোভিশিল্ড-এর উৎপাদন সন্তোষজনক বলে জানান পুনেওয়ালা।