যুবকের মরদেহ উদ্ধার

নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট এলাকা থেকে উৎপল (৩০) নামে এক স্বর্ণ দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে বক্সিরহাট হাজী ম্যানশনের সামনে রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া যুবকের গলায় গামছা পেঁচানো ও দুই হাত ভাঙা ছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না-তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত বলা যাবে।