সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন করে চবি শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তারা বলেন, কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিত হয়ে সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অবিলম্বে এসব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে পদক্ষেপ নিতেও হবে সরকারকে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার, উপ উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, কলা অনুষদের সাবেক ডিন সেকান্দর চৌধুরী, অর্থনীতি বিভগের শিক্ষক অধ্যাপক ড. আবুল হোসেন, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, মার্কেটিং বিভাগের শিক্ষক সজীব ঘোষ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম আবু নোমান, এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, আইন অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল ফারুক, শাহ জালাল হলের প্রভোস্ট ড. অহিদুল আলম, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া প্রমুখ।

এদিকে, হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষার্থীরাও। এছাড়া সনাতন ধর্মের অনুসারী, বিভিন্ন বিভাগ ও সংগঠন মানববন্ধন করে প্রতিবাদ জানান।

এসময় ‘সাম্প্রদায়িকতা নিপাত যাক, মানবধর্ম বেঁচে থাক’, ‘ভেঙেছে যখন মনুষ্যত্বের কবজা, লাল সবুজের নাম তখন লজ্জা’, ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ এসব স্লোগানে সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।