কর্ণফুলী নদীতে নৌকা ডুবি: তিনজন নিখোঁজ

নগরীর সল্টগোলা ঘাট থেকে ডাঙ্গারচর যাওয়ার পথে মাঝি ও ১৩ জন যাত্রীসহ একটি ইঞ্জিন নৌকা ডুবে গেছে।

কোস্টগার্ড ও অন্যান্য মাঝিমাল্লার সহায়তায় ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছে।

তাঁদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও অন্যান্য বাহিনীর সদস্যরা।

আজ (রবিবার) বিকাল সাড়ে ৫টার দিকে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। মাঝ পথে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে গেলে স্রোতের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিখোঁজ তিনজনের মধ্যে একজনের নাম মোঃ হানিফ। সে ডাঙ্গারচর এলাকার বাসিন্দা। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় মাঝিসহ বেশকয়েকজন গুরুতর আহত হয়।