রাউজানে ১৪টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া, ২নং ডাবুয়া, ৩ নং চিকদাইর, ৪ নং গহিরা, ৬ নং বিনাজুরী, ৭নং রাউজান, ৮নং কদলপুর, ৯ নং পাহাড়তলী, ১০ নং পুর্ব গুজরা, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন, ১২ নং উরকিরচর, ১৩ নং নোয়াপাড়া, ১৪ নং বাগোয়ান, ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন অনুষ্টিত হবে । গত ১৪ অক্টোবর নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী রাউজানের ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন অনুষ্টিত হবে । রাউজানের ১৪টি ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় সক্রিয় হয়ে উঠেছে । আওয়ামী লীগ ব্যতিত আর কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইউপি নির্বাচন নিয়ে এখনো সক্রিয় হয়ে উঠতে দেখা যায়নি । রাউজানের ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে বর্তমান আওয়ামী লীগের চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদন্দ্বিতা করার আভাস পাওয়া গেছে । শুধুমাত্র নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ দিদারুল আলম মারা যাওয়ায় নোয়াপাড়া ইউনিয়নে নোয়াপাড়া ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে । রাউজানের অপর ১৩টি ইউনিয়নের বর্তমান আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান রয়েছেন তারা হলেন, হলদিয়াি ইউনিয়নে মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম. ডাবুয়া ইউনিয়নে আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাশি, বিনাজুরী ইউনিয়নে সুকুমার বড়ুয়া, ৭নং রাউজান ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, ৮নং কদলপুর ইউনিয়ওে তসলিম উদ্দিন চৌধুরী, ৯নং পাহাড়তলী ইউনিয়নে রোকন উদ্দিন, ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নে মুক্তিযোদ্বা আব্বাস উদ্দিন আহম্মদ, ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নে সাহাবুউদ্দিন আরিফ, ১২ নং উরকিরচর ইউনিয়নে সৈয়দ আবদুল জব্বার সোহেল, ১৪ নং বাগোয়ান ইউনিয়নে ভুপেশ বড়ুয়া, ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নে সরোয়ার্দি সিকদার । আগামী ইউপি নির্বাচনে রাউজানের ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয় থেকে দলীয় ফরম নিয়েছেন ৫০ জন আওয়ামী লীগ নেতা । ম্বোর পদে আওয়ামী লীগের দলীয় ফরম নিয়েছে ১৪টি ইউনিয়নের ১শত ২৬টি ওয়ার্ড থেকে অর্ধসহ্রাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা । ১৪টি ইউনিয়নের ৪২টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন করতে দলীয় ফরম নিয়েছেন ২শত জন নারী । আগামী ২ নম্বেভর রাউজানের ১৪টি ইুউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ । রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দলের শীর্য পর্যায়ের নেতাদের কাছে ঘুরে বেড়াচ্ছেন চেয়ারম্যান ও মেম্বার পদে সাম্ভাব্য প্রার্থীরা ।