হুয়াওয়ের সুপারচার্জ পাওয়ার ব্যাংক আগামী সপ্তাহে

টেক জায়ান্ট হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ পি৩০ সিরিজ উন্মোচন অনুষ্ঠানে একটি ৪০ ওয়াট সুপার চার্জ প্রযুক্তির পাওয়ার ব্যাংকও উন্মোচন করে।

১২ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ওই পাওয়ার ব্যাংকটিতে দুটি ফিচারে দ্রুত গতির চার্জ করা সম্ভব বলে জানায় চীনা জায়ান্টটি।

কিন্তু উন্মোচন অনুষ্ঠানে পাওয়ার ব্যাংকটি কবে বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানায়নি। তবে শনিবার জানা গেছে পাওয়ার ব্যাংকটি আগামী সপ্তাহে হুয়াওয়ে বাজারে ছাড়বে।

হুয়াওয়ে হ্যান্ডসেট ব্যবসার ভাইস প্রেসিডেন্ট ব্রুস লি শনিবার জানান, তারা অত্যাধুনিক ও দ্রুতগতি সম্পন্ন চার্জিং প্রযুক্তির পাওয়ার ব্যাংকটি ১১ এপ্রিল থেকে বাজারে ছাড়বে।

পাওয়ার ব্যাংকটি স্মার্টফোন ছাড়াও অন্যান্য ডিভাইসে ব্যবহার করা যাবে। এমনকি এটি অ্যাপলের কয়েকটি ডিভাইসেও ব্যবহার করা যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক উইবো পোস্টে ব্রুস লি মেকবুকের ডেটা কেবলের ছবি দিয়েছে।

হুয়াওয়ের পাওয়ার ব্যাংকটি মেট ২০ প্রো, অনার ম্যাজিক ২ এবং পি৩০ সিরিজের ডিভাইস চার্জ করা যাবে ৪০ ওয়াট প্রযুক্তি দিয়ে।

হুয়াওয়ে পি৩০ প্রো ডিভাইসের ৪২০০ এমএএইচ ব্যাটারি ৭০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ৩০ মিনিটে। এছাড়াও পাওয়ার ব্যাংকটি দুই ঘণ্টা ১৪ মিনিটে পূর্ণ চার্জ হবে। যেটা ১০ ওয়াটে চার্জ হতে সময় লাগবে পাঁচ ঘণ্টার মতো।

এটাতে দুটি ইউএসবি পোর্ট থাকছে। একটি ইউএসবি এ এবং আরেকটি ইউএসবি টাইপ সি। টাইপ সি ব্যবহার করে হুয়াওয়ে ছাড়া অন্যান্য ডিভাইসে চার্জ করা যাবে।

২২৭ গ্রাম ওজনের পাওয়ার ব্যাংকটির দাম ১১১ মার্কিন ডলার।