শিক্ষকেরা সৃষ্টিকর্তার শ্রেষ্ট উপহার এবং শিক্ষাদান সর্বশ্রেষ্ট দান

শিক্ষা পুনরুদ্ধারে কেন্দ্রবিন্দুতে শিক্ষক এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে যথাযথ মর্যাদায় ৫ই অক্টোবর “বিশ্ব শিক্ষক দিবস” বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার ৪০০ আন্দরকিল্লাস্থ শিক্ষভবন কার্য্যালয়ে আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু অঞ্চল চৌধুরীর সঞ্চালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সুযোগ্য সম্মানিত বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপ্লব গাঙ্গুলী প্রধান অতিথির আসন অলংকৃত করেন। দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ পাঠ করেন বাশিস চট্টগ্রাম মহানগরী শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কানুনগো। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষক সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার ও শিক্ষা স্রষ্ঠার শ্রেষ্ঠ দান। তাই শিক্ষকদের অবেহেলিত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ সম্ভব নয়। সভায় বক্তারা ম্যানেজিং কমিটির দ্বারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে হয়রানি ও কথায় কথায় অন্যায় ও নিয়ম বহিভূতভাবে বরখাস্তসহ নানারকম নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। অনতিবিলম্বে এসব বন্ধে শিক্ষা প্রশাসনসহ সংশ্লিষ্ঠ সকলকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়। বক্তারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কোভিড-১৯ এর তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ স্ব-স্ব অবস্থান হতে আপ্রাণ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থায় সরকারী ও বেসরকারী শিক্ষকদের প্রাপ্ত সুযোগ সুবিধায় ব্যাপক বৈষম্য থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এ বৈষম্যের দূরীকরণে সরকার কে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন সর্বজনাব উপদেষ্টা বাদল চন্দ্র সিকদার, শিক্ষক নেতা শিমুল মহাজন, সঞ্জিব কুসুম চৌধুরী, কৃষ্ণ শেখড় দত্ত, কামাল উদ্দিন, আবুল কালাম, বিচিত্রা চৌধুরী, দেবেশ দাস, মোঃ আলতাজ মিয়া, স্বপন সাহা, মনিকা সেন, নুরুল হক সিদ্দিকী, মোঃ ওসমান গণি, তাপস চক্রবর্ত্তী, শ্যামল দে, মৃণাল দাশ, তপন পালিত, কাঞ্চন বিশ্বাস, অজিত ধর, বরুন চক্রবর্ত্তী, শতদল তালুকদার প্রমুখ।