শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনীর ইন্তেকাল

ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ আধ্যাত্ম শরাফতের অন্যান্য দিকপাল মহান শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম আর নেই।

তিনি বুধবার (৬ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আগামীকাল বৃহস্পতিবার বাদে আছর চট্টগ্রাম মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র রাহাবারে আলম আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী(ম.) ও পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, আশেক, ভক্ত-মুরিদান এবং গুনগ্রাহী রেখে যান।

এদিকে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) সহধর্মিনী উম্মুম আশেকীন মুনওয়ারা বেগম ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরীফে শোকের ছায়া নেমে এসেছে। দরবারে আওলাদগন সহ আশেক ভক্তবৃন্দ গভীর শোকাহত।

বিভিন্ন মহলের শোক:

মাইজভান্ডার দরবার গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মফিজ উদ্দিন মাইজভান্ডারী, হাদি মঞ্জিলের সৈয়দ মইনুল কবির মাইজভান্ডারী, সৈয়দ ইকরাম মাইজভান্ডারী, বাবা ভান্ডারীর পুরাতন বাড়ি গাউছিয়া বাবে সোবহান মঞ্জিলের সৈয়দ মোরশেদ মাইজভান্ডারী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন, বশির শাহ দরবারের আওলাদ শাহজাদা সৈয়দ মইনুদ্দিন সানজারি, কাজীর দেউড়ি বাগে ওলী আল্লাহ খানকা শরীফের সাজ্জাদানশীন মীর কাজী আবুল হোসেন রুমি, আগ্রাবাদ মনসুর আলী শাহ দরবার শরীফ আওলাদ জসীমউদ্দীন মনছুরি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।