রাউজানে আজিমুশশান মাইজভান্ডারী মাহফিল

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃরাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, ছোটকাল থেকেই মাইজভান্ডার দরবার শরীফে যেতাম।সেখানে গেলে শান্তি পেতাম।সকল জাতির মিলন মেলার কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ।এই দরবারে সকল ধর্মের মানুষ যায় ইহকাল ও পরকালের শান্তির আশায়। সেখানে কোনো ভেদাভেদ নাই।এটি একটি ভিন্ন ত্বরিকা। মানুষ সহজেই গ্রহণ করতে পারে মাইজভান্ডারী ত্বরিকা। মাইজভান্ডারী ত্বরিকা হচ্ছে মানবতার ত্বরিকা, মানুষের জন্য কাজ করে এই দরবারের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহেবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভান্ডারী।গরীব দুঃখী অসহায় মানুষের জন্য সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভান্ডারী যে মানবতার মিশন নিয়ে কাজ করে যাচ্ছেন, তা আজ বিশ্বের মধ্যে প্রশংসনীয। তিনি আরো বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট মাধ্যমে সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কাজ করে যাচ্ছেন মওলা হুজুর মাইজভান্ডারী। শুক্রবার (১ অক্টোবর) বাদে এশা চিকদাইর আব্দুল জলিল মেম্বারের বাড়িতে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর শাখা- ১ এর ও গৈয়া মোহাম্মদের বাড়ী যুব সমাজ কল্যাণের যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশশান মাইজভান্ডারী মাহফিল প্রধান অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এসব কথা বলেন। অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী গোমদন্ডী দরবারের শাহ্জাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী।মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা-০১ এর সদস্য মোহাম্মদ সৌরভ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সেস্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, মাহবুবুল আলম, রাউজান উপজেলা ক. জোনের সমন্বয়কারী আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, যুবলীগ নেতা জাহেদুল আলম,শাহ্জাহান, নেজাম উদ্দীন, জসিম উদ্দিন, জানে আলম মিনহাজ। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খোরশেদুল আলম, মাষ্টার শহিদুল আলম, আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-০১ এর সহ-সাধারণ সম্পাদক কে. এম. মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদ, অর্থ সম্পাদক জাগের হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সুমন, সদস্য শয়ন, তানবীর, খোরশেদ, মিনহাজ, মেহেদী হাসান, বাদশা ও গৈয়া মোহাম্মদের বাড়ি যুব সমাজের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে দেশে ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।