১৭ অক্টোবরের পর চবি খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত

আগামী ১৭ অক্টোবরের পরে বিশ্ববিদ্যালয় এবং আবাসিক হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সিন্ডিকেটের ৫৩৪ তম সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, আগামী ১৭ থেকে ২০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটের সভায়। তবে এর আগে শিক্ষার্থীদের টিকার অন্তত প্রথম ডোজ নিতে হবে। এজন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৮ হাজার টিকার জন্য আবেদন করেছি। টিকা পাওয়ার উপরই পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করছে। টিকা নিশ্চিত করতে পারলে আবাসিক হল গুলোও খুলে দেওয়ার পরিকল্পনা করছি আমরা।