শিক্ষার্থীরা আগামী দিনে উন্নয়নের হাতিয়ার বলে মন্তব্য করেছেন সীতাকুণ্ড আসনের সাংসদ দিদারুল আলম এমপি।
বুধবার (০৩ এপ্রিল) বারবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দিদারুল আলম বলেন, দেশের উন্নয়ন তথা মানব কল্যানে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। তারা আগামী দিনের দেশের উন্নয়নের হাতিয়ার। তাই শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করতে হবে। মাদক ও সন্ত্রাস উন্নয়নের অন্তরায় তাই মাদকমুক্ত সমাজ গড়তে হবে।
এ কে এম জাফর উল্লার সভাপতিত্বে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, এডভোকেট আশোতোষ নাথ, ৫ নম্বর বারবকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকা উল্যাহ মিয়াজী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, কলামিস্ট ও দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর।