সনাতন ধর্মীয় অনুসারীদের তীর্থস্থান দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি কালু মরার টেক এলাকায় ২৬ মোগাওয়াট বিদ্যু উৎপাদন কেন্দ্র এর পশ্চিম পাশে ভ্রাম্বন হাটের র্পুব পাশে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে সাংসদ ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় দেড় কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির। গঙ্গা মন্দিরে প্রতিদিন রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন এলঅকা থেকে সনাতন ধর্মীয় অনুসারী নারী ও পুরুষ দল বেধে এসে পুজাঁ অর্চনা করেন । এছাড়া ও প্রতি বৎসর বারুনী স্নান মেলায় হাজার নারী পুরুষ এসে গঙ্গা মন্দিরের পাশে খনন করা বিশাল পুকুরে স্নান করে তাদের মনোবাসনা পুর্ণ করেন । রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি কালু মরার টেক এলাকায় ২৬ মোগাওয়াট বিদ্যু উৎপাদন কেন্দ্র এর পশ্চিম পাশে ভ্রাম্বন হাটের র্পুব পাশে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে একটি ঝড়ার্জীন মগদ্বেশ^রী মন্দির রয়েছে । মগদ্শে^রী মন্দিরে এলাকার সনাতন ধর্মীয় অনুসারীরা এসে পুজা অর্চনা করতো । গত ২০১৬ সালে দক্ষিন রাউজান পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল ও সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী মগদেশ^রী মন্দিরের পাশে দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিও নির্মানের উদ্যোগ গ্রহন করে। প্রথমে মগদ্বেশ^রী মন্দিরের পাশে হৃদ খাল থেকে জেয়ার ভাটার পানি আসা জলাশয়ে বারুনী স্্নান মেলার আয়োজন করেন । জলাশয়ে বারুনী স্নান করার জন্য পাকা ঘাট নির্মান করে দেওয়া হয় । পরবর্তী পুকুর সহ ৪ একর জমিতে গঙ্গা মন্দির নির্মানের কাজ শুরু করা হয় । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী গঙ্গা মন্দির নির্মানের জন্য ২০ লাখ টাকা দেয় । রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার সনাতন ধর্মীয় ও মুসলিম, বৌদ্ব সম্প্রদায়ের ব্যবসায়ী, প্রবাসী, সরকারী বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে নেওয়া অর্থ দিয়ে দেড় কোটি টাকা ব্যয়ে দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির নির্মান কাজ সম্পন্ন করেন । নব নির্মিত গঙ্গা মন্দিরের পাশে নির্মান করা হয়েছে হল রুম, ভান্ডার খানা, মালামাল রাখার গুদাম, সভা সমাবেশ করার জন্য মুক্ত মঞ্চ, দেশের দুর দুরান্ত থেকে আসা পুর্ণ্যতিদের থাকার জন্য রেষ্ট হাউস। দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির নির্মান কাজ মন্দির দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদ পরিচালনা করলে ও বর্তমানে প্রকাশ সরকারকে সভাপতি ম্যালকম চক্রবর্তীকে সাধারন সম্পাদক করে ১শত ৪ সদস্য বিশিষ্ট গ ঙ্গা মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী বলেন, এবারে গঙ্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হবে । শারদীয় দুর্গোৎসব চলাকালে ৫দিন ব্যাপী ষারদ মেলার আয়োজন করা হবে । শারদীয় দুর্গোৎসবের সময়ে গঙ্গা মন্দিরে কুমারী পুজার আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে । নব নির্মিত দক্ষিন রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির সনাতন ধর্মীয় অনুসারীদের অন্যতম তীর্খ স্থান হিসাবে গড়ে উঠেছে । গঙ্গা মন্দিরে প্রতিদিন রাউজান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মীয় অনুসারীরা দল বেধে এসে পুজা অর্চনা করে তাদের মনোবাসনা র্পুণ করছেন ।