রাউজানে জাকঁজমক ভাবে গনেশ পুজা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সনাতন ধর্মীয় অনুসারীরা রাউজানে পালন করলেন গণেশ পুজাঁ । গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার রাউজানের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মীয় অনুসারী নারী পুরুষেরা গনেশ পুজি নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করেন। রাউজানের বিভিন্ন এলাকায় পালন করেন গণেশ পুজাঁ । গনেশ পুজা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান, প্রসাদ বিতরন করা হয় । রাউজানের নোয়াপাড়া মালকার পাড়ায় ধনা মালাকার ভুলুর ব্যবস্থাপনায় গণেশ পুজার আয়োজন করা হয় । এছাড়া ও নোয়াপাড়া ইউনিরয়নের নোয়াপাড়া পথের হাটের পাশে দয়াল ভিলায় সুভাষ কান্তি দে ও রাজিব কান্তি দে” এর ব্যবস্থাপনায় গনেশ পুজাঁর আয়োজন করা হয় । নোয়াপাড়া গনেশ পুজার অনুষ্টান স্থল পরির্দশন করে গণেশ পুজা করতে আসা এলাকার সনাতনী ধর্মীয় অনুসারী নারী, পুরুষ, কিশের কিশোরীদের সাথে মতবিনিময় করেন দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদরে সাধারন সম্পাদক ম্যলকম চক্রবর্তী। এসময়ে আরো উপস্থিত ছিলেন দক্ষিন রাউজান পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ধনা মালাকার, চন্দন বিশ^াস, রুবেল বৈদ্য, সুভাষ কান্তি দে , রাজিব কান্তি দে সহ অনেকেই । নোয়াপাড়া দয়াল ভিলায় অনুষ্টিত গনেশ পুজাঁ অনুষ্টানে গতকাল ১০ সেপ্টেম্বর দুপুরে ২ হাজার লোকের ভোজের আয়োজন করা হয় ।