মনোনয়ন পেতে তৎপর রয়েছেন একাধিক চিকিৎসক

মোহাম্মদ আলী, দৈনিক প্রিয় চট্টগ্রাম::
ঘনিয়ে আসছে একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে আ.লীগ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবিরাও। এসব পেশাজীবিদের মধ্যে সাংবাদিক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাট্য ও চলচিত্র ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন পেশার নেতৃবৃন্দ মনোনয়ন দৌড়ে রয়েছে। পিছিয়ে নেই চিকিৎসকরাও। চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে মনোনয়ন পেতে তৎপর রয়েছেন একাধিক চিকিৎসক।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে ড্যাব চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. খুরশিদ জামিল চৌধুরী।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএমএর কেন্দ্রীয় যুগ্ম সমপাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম-৫ (হাটহাজারি) বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ শুভ নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়েছেন। ডা. ফাওয়াজ হোসেন শুভ বলেন, ‘বিএনপির চেয়ারপারসন আগামী নির্বাচনে তরুণ ও ক্লিন ইমেজের লোকদের মনোনয়নে প্রাধান্য দেয়ার ইঙ্গিত দিয়েছেন। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৫ হাটহাজারী এলাকা বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দল মনোনয়ন দিলে আশা করি এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।’

চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) শীর্ষ নেতা। ডাক্তার ফয়সল ইকবাল চৌধুরী। ফয়সল ইকবাল চৌধুরী বলেন, সরকার সারা দেশের মতো রাঙ্গুনিয়ায়ও যথেষ্ট উন্নয়ন করেছে। যার সুফলের সবটুকুর দাবি করেন বর্তমান সংসদ সদস্য। কিন্তু উন্নয়নের কর্ণধার যে সরকার তা জানা থেকে বঞ্চিত সাধারণ ভোটাররা। তাছাড়া রাঙ্গুনিয়ায় বিকল্প নেতা তিনি সহ্য করেন না।
সবকিছু ছাপিয়ে আমি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোড় গোড়ায় তুলে ধরেছি। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছি।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের সাবেক সাধারণ সমপাদক ডা. শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি। পুলিশের ওপর হামলার মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এ আসনে বিএনপির আরো কয়েকজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তিনিই হেভিওয়েট প্রার্থী। শুধু বিএনপি নয়, এ আসন থেকে আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও চিকিৎসক নেতা হিসেবে সাধারণ ভোটারদের মাঝে পরিচিত ডা. শাহাদাত হোসেন। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে কারান্তরীণ নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের একান্ত সহকারী অ্যাডভোকেট মারুফুল হক চৌধুরী বলেন, স্যার ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম নেয়ার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসকের অনুমতি চেয়ে আবেদনও করা হয়েছে।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসন থেকেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম। এ বিষয়ে বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, নির্বাচন করার আগ্রহ নিয়ে আমার দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বাকিটা সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে। তবে, এ আসনে আওয়ামী লীগের আরেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তিনি হচ্ছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ডা. আফসারুল আমীন।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে ডা. মহসিন জিল্লুর করিম। দলের মনোনয়ন প্রসঙ্গে ডা. মহসিন জিল্লুর করিম। দলীয় মনোনয়ন পেলে আগামী নির্বাচনে এ আসন থেকে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন। এ আসনের জনগণের সঙ্গে তার সম্পর্ক তাই চট্টগ্রাম-১৪ থেকে নির্বাচনে অংশ নিতে চান বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক ডা. মহসিন জিল্লুর করিম।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সমপাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, দলের হয়ে তৃণমূলের নেতাকর্মীদের সুখে দুঃখে দীর্ঘদিন ধরেই দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে আছি। এ ছাড়া চিকিৎসকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। কারণ চিকিৎসকদের সঙ্গে তৃণমূল জনগণের সমপৃক্ততার ফলে সেবা করার সুযোগও বেশি।

বান্দরবান পার্বত্য আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক ডা. এস এম সরয়োয়ার আলম। এ প্রসঙ্গে তিনি বলেন ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে ও দলের কাজে নিজেকে সপে দিয়েছি। চমেক হাসপাতালে ছাত্রদলের নেতা হিসেবে বিভিন্ন কর্মকান্ডে সব সময় সরব ছিলাম। আজ আশা করছি দেশনেত্রী ও জননেতা তারেক রহমান আমার কাজের মূল্যায়ন হিসেবে আমাকে মনেনয়ন দেবেন।