কাপ্তাই সড়কে চলাচলকারী অধিকাংশ সিএনজির কাগজ পত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স নেই

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সার মধ্যে অধিকাংশ সিএনজি অটোরিক্সার নেই কোন লাইসেন্স নেই কোন বৈধ কাগজ পত্র । সিএনজি অটোরিক্সার চালকের মধ্যে অধিকাংশ চালকের নেই কোন লাইসেন্স । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা গুলো প্রতিদিন চট্টগ্রামি কাপ্তাই মহাসড়কের নোয়াপাড়া পথের হাট, গশ্চি নয়া হাট, পডাহাড়তলী চৌমুহনী এলাকায় সড়কের উপর এলোপাতারী ভাবে পার্কিং করে রাখায় সড়কে নিত্তদিন হয় যানজট । যানজট হওয়ায় সড়ক দিয়ে চলাচলকারী অনান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে । সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের গন্তব্যস্থলে পৌছতে বিলম্ব হয় । এছাড়া ও চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সার চালকেরা যাত্রীদের জিম্মি করে বেশী ভাড়া আদায় করার অভিযোগ করেন এলাকার সাধারন মানুষ । রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, চট্টগ্রাম কাপ্তাই সড়কে যাত্রী বাহি বাস সার্ভিস কমে যাওয়ায় । সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সায় একমাত্র ভরসা । কাপ্তাই মহাসড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সার মধ্যে অধিকাংশ সিএনজি অটোরিক্সার নেই কোন লাইসেন্স, নেই কোন বৈধ কাগজপত্র। সিএনজি অটোরিক্সার চালকের নেই ড্রাইভিং লাইসেন্স । চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কে চলাচল কারী সিএনজি অটোরিক্সার চালকেলা যাত্রীদের জিম্মি করে প্রতিনিয়ত অতিরিক্ত ভাড়া আদায় করে। সড়কে এলোপাতারী সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখায় নোয়াপাড়া পথের হাটে যানজট হয় । এ ব্যাপারে রাউজানের নোয়াপাড়া কাপ্তাই রাস্তার মাথা অটোিরক্সা চালক সমবায় সমিতির সভাপতি নোয়াপাড়া ইউনিয়নের মেম্বার সেকান্দর হোসেনকে ফোন কওে জানতে চাইলে, নোয়াপাড়া কাপ্তাই রাস্তার মাথা অটোিরক্সা চালক সমবায় সমিতির সভাপতি নোয়াপাড়া ইউনিয়নের মেম্বার সেকান্দর হোসেন বলেন, নোয়াপাড়া থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত চলাচল কারী নেয়াপাড়া কাপ্তাই রাস্তার মাথা অটোরিক্সা চালক সমবায় সমিতির আওতায় ৭শত সিএনজি অটোরিক্সা রয়েছে । নোয়াপাড়া কাপ্তাই রাস্তার মাথা অটোিরক্সা চালক সমবায় সমিতির আওতাধিন কাপ্তাই সড়কে চলাচলকারী সব গুলো সিএনজি অটোরিক্সার লাইসেন্স, বৈধ কাগজপত্র রয়েছে । চালকের রয়েছে ড্রাইভিং লাইসেন্স । নোয়াপাড়া কাপ্তাই রাস্তার মাথা অটোিরক্সা চালক সমবায় সমিতির আওতাধিন চলাচলকারী সিএনজি অটোরিক্সা থেকে নোয়াপাড়া পথের হাটে দৈনিক ১০ টাকা, কাপ্তাই রাস্তার মাথা থেকে ১০ টাকা চাদাঁ আদায় করা হয় । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনের কাছে জানতে চাইলে, ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, কাপ্তাই সড়কে চলাচলকারী সিএনজি অটোরিক্সা জেলা ট্রাফিক পুলিশ দেখে । জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক প্রিয়দর্শী চাকমার কাছে ফোন করে বিষয়টি জানার জন্য ফোন করা হলে ও তাকে পাওয়া যায়নি ।