রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সময়ে কাগতিয়া মার্দ্রসায় রাজাকার ক্যাম্পের রাজাকারদেও হাতে শাহাদাৎ বরন কারী মুক্তিযোদ্বা মুছা, কিশোর নাঈম উদ্দিন হত্যা সহ রাউজানের আলোম ওলামা নিরিহ সাধারন মানুষের উপর নির্যাতনকারী ২৬ মামলার আসামী কাগতিয়ার পীর মুনিরুল্ল্রাহ ও তার অনুসারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে সমগ্র রাউজানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । রাউজান উপজেলার পাহাড়তলী, বাগোয়ান, নোয়াপাড়া, পুর্ব গুজরা, পশ্চিম গুজরা, বিনাজুরী, ইউনিয়ন. রাউজান ইউনিয়ন, গহিরা, নোয়াজিশপুর ডাবুয়া , হলদিয়া, চিকদাইর ইউনিয়ন ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, রাউজান পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । গতকাল ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে রাউজানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চলাকালে কাগতিয়া পীর মুনিরল্ল্রাহর কুশপুত্তলিকা দাহ করে উত্তোজিত জনতা ।

৭ সেপ্প্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময়ে রাউজান মুনিাসর ঘাটা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে উপজেলঅ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে যুবলীগ নেতা ইমরান হোসেন ইমুর সঞ্চলনায় অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাউজান পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, ২৬ মামলার আসামীূ মুক্তিযোদ্বা শহীদ মুছা, কিশোর নাঈম উদ্দিন হত্যাকান্ড সহ রাউজানের আলেম, ওলামা, নিরিহ সাধারন মানুষের উপর নির্যাতনকারী মুনিরুল্ল্রাহ ও তার অনুসারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ আরো বলেন, রাউজানের সাধারন মানুষকে শান্তিতে রাখার জন্য সাংসদ ফজলে করিম চৌধুরীর শান্তির রাউজানে কোন ভন্ড সন্ত্রাসীদের স্থান হবেনা । যে কোন ভন্ড পীরের সন্ত্রাসী কর্মকান্ড রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা রাউজানের সাধারন মানুষকে নিয়ে প্রতিরোধ করবে । বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী,রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলঅ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনা আফরোজ, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, তপন দে, ফোরকান উদ্দিন চৌধুরী টিপু । জিয়াউল হক রোকন, আব সালেক,সাবের উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলূ, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ ।