চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

দায়িত্ব নেয়ার মাত্র কয়েক দিনের মাথায় আকস্মিকভাবে মারা গেছেন চীনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জ্যান হেকার। তিনি দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। সোমবার বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৫৪ বছর বয়সী রাষ্ট্রদূতের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গভীর বেদনা ও হতাশার সঙ্গে জানাচ্ছি যে, চীনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত জ্যান হেকার আকস্মিক মৃত্যুবরণ করেছেন। আমরা তার পরিবার ও নিকটজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

গত ২৪ আগস্ট চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান জ্যান হেকার। এর আগে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি। তার মৃত্যু কীভাবে হলো তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি।

তিনি ছিলেন চীনে নিযুক্ত জার্মানির ১৪তম জার্মান রাষ্ট্রদূত। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জার্মান চ্যান্সেলরও।