জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করে নিতে আল্টিমেটাম দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ ওয়ার্ডে থাকা ৫৫ কাউন্সিলর।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, মেয়রের মত জনপ্রতিনিধির মানসম্মান ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেয়রের বিরুদ্ধে থাপ্পড় মারার অভিযোগ এনেছেন। প্রকৃত পক্ষে গৃহায়ণের এ সহকারী প্রকৌশলী নগরের হালিশহর বড় পোল এলাকায় অবৈধ বাজার বসিয়ে মাসোহারা আদায় করছেন। এতে জনচলাচলে বাধা এবং পানি চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অবৈধ কাঁচা বাজার চসিকের ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকবার উচ্ছেদ করেছে। তাই প্রকৃত সত্যকে আড়াল করার প্রয়াসে এই ঘটনা ঘটানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন- প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু), কাউন্সিলর তৌফিক আহমদ চৌধূরী, মো: শাহেদ ইকবাল (বাবু), কফিল উদ্দিন খান, মোঃ সাইফুদ্দিন খালেদ, মোহাম্মদ আজম, এম আশরাফুল আলম, মোঃ মোবারক আলী, মো: মোরশেদ আলম, মো: জহুরম্নল আলম জসিম, মোরশেদ আকতার চৌধুরী, মো: সাবের আহম্মেদ, মোহাম্মদ হোসেন হিরণ, আবুল ফজল কবির আহমেদ (মানিক), মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, এ কে এম জাফরুল ইসলাম, হাজী মো: হারুন উর রশীদ, আলহাজ্ব মোহাং ইয়াছিন চৌধুরী (আছূ), শৈবাল দাশ সুমন, মোহাম্মদ সলিম উলতাহ, মোহাম্মদ জাবেদ, নাজমুল হক (ডিউক), এস. এম. এরশাদ উলতাহ, মো: আবুল হাশেম, এইচ. এম. সোহেল, মোহাম্মদ আবদুল কাদের, গোলাম মো: জোবায়ের, মাজহারুল ইসলাম চৌধুরী, তারেক সোলেমান সেলিম, জহর লাল হাজারী, হাসান মুরাদ (বিপতব), মোহাম্মদ ইসমাইল (বালী), হাজী নুরুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শফিউল আলম, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, হাজী মো: জয়নাল আবেদীন, ছালেহ আহম্মদ চৌধূরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিন, জেসমিন পারভীন জেসী, আবিদা আজাদ, মনোয়ারা বেগম মনি, মোছাম্মৎ ফারজানা পারভীন, আনজুমান আরা বেগম, নীলু নাগ, ফারহানা জাবেদ, জেসমিনা খানম, ফেরদৌসি আকবর, আফরোজা কালাম, লুৎফুন্নেছা দোভাষ বেবী ও শাহানুর বেগম।