বাংলাদেশের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানকে স্বাগত জানালো ভারত

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস (BRICS) প্রতিষ্ঠিত দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (NDB) সদস্য হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ভারত।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইটে লিখেছেনঃ

“ভারত ব্রিকস- নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিবারের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে স্বাগত জানায়। সদস্যপদ সম্প্রসারণে এর গুরুত্ব বাড়বে এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে উদীয়মান অর্থনীতির জন্য প্রধান উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে।”

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন শনিবার অরিন্দম বাগচীর ওই টুইটটি রিটুইট করে লিখেছেঃ

“গত বছর ব্রিকস ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের কথা স্মরণ করে, ভারত বাংলাদেশকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে এবং উন্নয়নের জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য স্বাগত জানায়।”

উল্লেখ্য, ব্রিকস এর সদস্য রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছর ডিসেম্বরে এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে ইতিবাচক সাড়া দিয়েছিলেন।