দেনা পরিশোধ করতে টাকা চুরি : অবশেষে শ্রীঘরে

নানান জনের কাছে দেনাগ্রস্থ ব্যাক্তি অবশেষে চুরির পথ বেছে নিয়ে এখন শ্রীঘরে৷

রীতিমতন ব্যাংকের ভেতর থেকে এক গ্রাহকের টাকা ভর্তি ব্যাগ চুরির ঘটনায় চুরিকৃত ৫ লক্ষ টাকা সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গত ২৫শে মার্চ নগরীর কোতোয়ালী থানাধিন জুবিলী রোড সিটি ব্যাংকের ভেতর টাকা জমা দিতে আসা ব্যবসায়ী জালাল আহম্মদ (২৮) এর টাকা ভর্তি ব্যাগটি আসামী মোঃ মহিউদ্দিন (২৮) চুরি করে নিয়ে যায়৷ পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামীকে চিহ্নিত করে জালাল আহম্মদ থানায় অভিযোগ জানালে কোতোয়ালী থানা পুলিশ সোমবার রাতে নগরীর বানিয়া টিলা এলাকার একটি বাসা থেকে চুরিকৃত টাকাসহ মহিউদ্দিন (২৮) কে গ্রেফতার করে৷

মহিউদ্দিন সাতকানিয়ার রুপকানিয়া, হায়দার আলী বাশির বাপের বাড়ী, জনৈক আব্দুল হাকিমের ছেলে৷ বর্তমানে তিনি নগরীর বানিয়া টিলার মতলব চৌধুরীর বিল্ডিং এ ভাড়া বাসায় থাকেন৷কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, টাকার মালিক মোবাইলে কথা বলার সুযোগে আসানী কৌশলে ৫লক্ষ টাকা ভর্তি ব্যাগটি চুরি করে নিয়া যায়। মোবাইল ফোন শেষ টাকার ব্যাগটি বাদী ব্যাংকের কোথাও খুঁজে না পায়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানালে ব্যাংকে রক্ষিত সিসিটিভির ফুটেজের মাধ্যামে টাকার ব্যাগটি কৌশলে চুরির ঘটনা ধরা পরে। বাদী বিষয়টি কোতোয়ালী থানা পুলিশের নিকট অভিযোগের মাধ্যমে জানালে থানা পুলিশের একটি টিম উক্ত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সোমবার( ১ল এপ্রিল) রাত ১০ টার দিকে আসামীকে তার বর্তমান বাসা বানিয়া টিলা এলাকা হতে আটক করে। পরে আসামীকে জিজ্ঞাসাবাদকালে সে বাদীর টাকার ব্যাগটি কৌশলে চুরি করার কথা স্বীকার করে। এসময় থানা পুলিশ তার দেখানো মতে আলমিরা হতে বাদীর চুরি হওয়া ৫,০০,০০০/- টাকা উদ্ধার করে। এই সংক্রান্তে জালাল আহাম্মদ (২৮) বাদী হয়ে এজাহার দায়ের করলে আসামীর বিরুদ্ধে চুরি ও চোরাইমাল উদ্ধারের অপরাধে দঃ বিঃ আইনে ০১টি মামলা রুজু হয়েছে বলে জানান ওসি মহসিন৷

থানা সূত্রে জানা গেছে, আসামী মহিউদ্দিন আর্থিক দেনাগ্রস্থ একজন ব্যক্তি। সে অর্থের অভাবে জ্ঞানশূন্য হয়ে অপরাধ প্রক্রিয়ায় জড়িত হয়। সে রিয়াজউদ্দিন বাজারের একজন ক্ষুদ্র পাইকারী ব্যবসায়ী। ব্যবসার সুবাদে নানাজনের কাছে ঋণগ্রস্থ হয়ে পড়লে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরিবারের আত্মীয়-স্বজনসহ বা ব্যবসায়ী পার্টনারদের কাছে ঋণের টাকা পরিশোধের জন্য প্রতিনিয়ত ধর্না দিলেও কারো কাছ থেকে টাকা না পেয়ে অবশেষে চুরির পথ বেছে নেয়।