রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ পরিক্ষা কেন্দ্রে এইস এস সি পরিক্ষা দেওয়ার সময়ে গতকাল ২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার সময় রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট শামীম হোসেন রেজা সুমিত্রা দে নামের এক ভুয়া পরিক্ষার্থীকে আটক করে । রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট শামীম হোসেন রেজা বলেন, সুমিত্রা দে জাল রেজিষ্টেশন কার্ড তৈয়ারী করে পরিক্ষার হলে পরিক্ষা দেওয়ার সময়ে তাকে আটক করা হয় । সুমিত্রা দে”র কাছ থেকে স্মার্ট ফোন পাওয়া যায় । সুমিত্রা দে রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজের এইস এস সি ১ম বর্ষের শিক্ষার্থী । কি কারনে জাল রেজিষ্টেন কার্ড তৈয়ার করে এইস এস সি পরিক্ষা প্রদান করছেন তা জানা যায়নি । আটক সুমিত্রা দে (১৯) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নতুন হাট এলাকার মৃদুল দে”র কন্যা। সুমিত্রা দে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্র পাড়ায় তার মামা সজল দাশের বাড়ীতে থেকে লেখাপড়া করছে বলে জানা গেছে । আটক সুমিত্রা দে”কে রাউজান থানায় আটক রাখা হয়েছে । উদ্বর্তন কর্মকর্তার সাথে আলাপ করে আটক সুমিত্রা দে”র বিষয়ে ব্যবস্থা গগ্রহন করবে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা ।