মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসে ঝর্ণার উপর থেকে পড়ে গিয়ে মো. আশরাফ হোসেন (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নাজিম উদ্দিনের সন্তান। মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর ১২টায় অসতর্কতাবশত খৈয়াছড়া ঝর্ণার উপর থেকে পা ছিটকে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেনের চাচা মো. মোরশেদ বলেন, আমরা একই বাড়ির এগারো জন আজ (মঙ্গলবার) খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে এসেছিলাম। দুপুর আনুমানিক বারোটায় আশরাফ ঝর্ণার উপর থেকে নিচে পড়ে যায়। এসময় আমরা আশরাফকে ওই দুর্গম স্থান থেকে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এই ব্যাপারে মিরসরাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, নিহত আশরাফের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।