বাসযোগ্য পৃথিবী গড়তে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই।

লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর উদ্দ্যেগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচিতে বক্তারা বলেন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে বৃক্ষরোপনের বিকল্প নেই। নগরীর হালিশহর ফ্রেন্ডস সোসাইটি মাঠে আয়োজিত উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর প্রেসিডেন্ট লায়ন আমিনুল ইসলাম। কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন লায়নস্ ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর রিজিওনাল চেয়ারপারসন লায়ন আ.ন.ম ওয়াহিদ দুলাল, জোন চেয়ারপারসন লায়ন ফরিদ আহমদ, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন মশিউর রহমান চৌধুরী, লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর ভাইস প্রেসিন্ডেট লায়ন এইচ. এম সোহেল, সেক্রেটারী লায়ন কল্লোল দাশ, কোষাধ্যক্ষ লায়ন আফতাব হোসেন লিটন, উন্নয়ন সংস্থা স্বনির্ভর বাংলাদেশ এর সি.ই.ও মশিউর রহমান, মুসা আল রেজা, রেজাউল করিম ভুট্টো, আল ইমাম, মোঃ আলমগীর প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষ রোপন করতে হবে। বর্তমানে নগরায়নের যুগে আমরা প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন করছি। নতুন নতুন বনভূমি সৃষ্টি করে ও গাছ লাগিয়ে এর ভারসাম্য রক্ষা করতে হবে। শুধুমাত্র গাছ লাগিয়ে নয়, আমাদের দৈনন্দিন জীবনে গাছ হতে তৈরী জিনিসের বিকল্প ব্যবহার করে আমরা পরিবেশ রক্ষা করতে পারি। বক্তারা এখনই এই বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। লায়নস্ ক্লাব অব চিটাগং সেন্ট্রাল রাউজান এর প্রেসিডেন্ট লায়ন আমিনুল ইসলাম অনুষ্ঠানে লায়ন্স জেলা গভর্নর কর্তৃক ঘোষিত মানবতার জন্য সেবা কর্মসূচিকে স্বাগত জানান এবং ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচির বাস্তবায়নে সর্বাত্নকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।