মোঃ মহিন উদ্দীনঃ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী এলাকায় সনাতনী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মেলা ও বারুণী স্নান চলছে। এ উপলক্ষে মন্দাকিনী গ্রামে উৎসব কে ঘিরে দুই দিনব্যাপী কর্মসূচি চলছে। প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এ মেলা ও স্নান অনুষ্ঠিত হয়। এ তিথিতে সীতাকুণ্ড পাহাড় থেকে প্রবাহিত পানিতে স্নান করলে মহাপুণ্যের অধিকারী হওয়া যায় বলে বিশ্বাস করেন সনাতনী সম্প্রদায়। তার জন্য হাটহাজারী,ফটিকছড়ি এবং রাউজানসহ বিভিন্ন প্রান্ত থেকে এ তিথিতে মন্দাকিনী খালে স্নান করতে বিপুল সংখ্যক নরনারী সমাবেত হন। মন্দাকিনী খালে স্নান তর্পণ ছাড়াও শিব মন্দিরে শিব গঙ্গাপূজা, ভগবদ গীতাপাঠ, কবিগান, সংগীতাঞ্জলি, সম্মাননা ও সনাতন ধর্ম মহাসম্মেলন ও লোকজ মেলার আয়োজন রয়েছে। মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়, মন্দাকিনি মেলায় উপজাতিসহ সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। তাই শান্তিপূর্ণভাবে মেলা উদযাপনের জন্য পর্যাপ্ত সংখ্যক আইন শৃংঙ্খলা রক্ষাকারীবাহিনী মেলায় দায়িত্ব পালন করছেন।