মহিলা প্রতারক থেকে রক্ষা পেল দুই মাদরাসা ছাত্রী

নিজস্ব প্রতিবেদকঃ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভরাপুকুর পাড় নামক এলাকা থেকে বাশখালী মাদরাসার দুই ছাত্রী কে উদ্ধার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। ১ এপ্রিল সোমবার বিকাল বেলা শিকারপুর ইউপি কার্যালেয় থেকে দুই মাদরাসার ছাত্রী কে তাদের নিজ নিজ অভিভাবকের কাছে সোর্পদ করেন ইউপি চেয়ারম্যান নিজেই। জানা যায়,মহিলা প্রতারকের ফাদে পড়ে বাশখালীর সদর ইউনিয়নের দুই মাদ্রাসার ছাত্রী কে পুসলিয়ে অভিভাবকের চোখে ফাকি দিয়ে বাড়ী থেকে এনে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ভরাপুকুর পাড় নামক এলাকায় দুইটি বাড়ীতে বাসার কাজের জন্য দুই হাজার টাকায় গৃহকর্মী হিসেবে বিক্রি করে দেয় সেই মহিলা প্রতারক। এরপর পরই সেই মহিলা প্রতারক কৌশলে পালিয়ে যায়। এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন তা স্থানীয় ইউপি চেয়ারম্যান কে অবহিত করা হলেই তিনি তাৎক্ষনিকভাবে সেই দুই মাদরাসার ছাত্রী কে উদ্ধার করে ইউপি কার্যালেয় নিয়ে এসেই দুই মাদরাসার ছাত্রী কে তাদের মা বাবা কে ডেকে আনেন। তারপর ইউপি চেয়ারম্যান দুই ছাত্রীর অভিভাবকদের হাতে তাদের মেয়ে কে তুলে দেন। ইউপি চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিকী জানান,দুই মাদরাসার ছাত্রী খুবই ভাল এবং ভদ্র ছিলেন। যাদের বাড়িতে গৃহকর্মি হিসেবে বিক্রি করা হয়েছিল তাদের উদ্দেশ্য ও খারাপ ছিলনা। যদি কোন মন্দলোকের হাতে পড়লে ভয়ানক সমস্যা হতে পারত।গৃহ কর্মি রাখার ক্ষেত্রে সবাইকে আরো সতর্ক হওয়া প্রয়োজন বলে জানান।