“কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা” আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জনপ্রিয় মাধ্যম

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। “কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা” সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপ। তবে ফেসবুক গ্রুপ হলেও বর্তমানে অনলাইন ব্যবসায় এটি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে এই অনলাইন বিজনেস গ্রুপটি। গ্রুপে ডুকলেই দেখা যাবে, হারেক রকম খাবার, প্রসাধনী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ বিভিন্ন জিনিস বিক্রয়ের বিজ্ঞাপন। যেখানে অধিকাংশ মহিলারাই উদ্যোক্তা হয়ে নিজেদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করেছে। বাড়িতে বসেই তারা অনলাইন এই মাধ্যমটির সহযোগীতায় পন্য বিক্রয় করে আয় করছে। বর্তমানে গ্রুপটিতে সদস্য সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে এবং প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা ও সদস্য। “কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা” যার যাত্রা শুরু হয়েছিলো ২০১৭ সালে। কাপ্তাই ফোরামের এডমিন এবং তরুন সংগঠক আলিব রেজা লিমনের হাত ধরেই এই অনলাইন গ্রুপের সৃষ্টি। কথা হলে তিনি জানান, কাপ্তাইয়ে প্রতিভাবান ব্যাক্তিদের প্রতিভা বিকাশের পাশাপাশি ঘরে বসেই যেন মহিলারা আত্ম-কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই চিন্তা থেকেই তার এই অনলাইন গ্রুপ সৃষ্টি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং যুবক-যুবতীদের বেকারত্ব দুর করে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেই এই গ্রুপের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, এতে ব্যাপক সাড়াও পাওয়া গেছে। গ্রুপটি এখন কাপ্তাই ছাড়িয়ে দেশের বিভিন্ন জায়গায়ও ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই গ্রুপের কল্যানে এখন ঘরে বসেই অনেকে আয় করার সুযোগ পাচ্ছে এবং প্রতিনিয়ত এই মাধ্যম ব্যবহার করে অনলাইনে বেচাকেনা চলছে। তিনি আরো বলেন, অনেক সম্মানিত ব্যাক্তিরাও কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা গ্রুপের সদস্য হয়ে পন্যদ্রব্য ক্রয় করে গ্রুপের প্রশংসা করেছেন। বর্তমানে মোট ১০ জন এডমিন ও মডারেটর গ্রুপটির কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং শতাধিক উদ্যোক্তা এই গ্রুপে রয়েছে। “কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা” গ্রুপের পরিচিত উদোক্তা ও নুহাস ফুড কর্ণারের পরিচালক আরফিনা আক্তার প্রমির জানান, তিনি পেশায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের একজন শিক্ষার্থী হলেও তার স্বামী এবং পরিবারের অনুপ্রেরনায় অনলাইন ব্যবসায় জড়িত হয়েছেন। বর্তমানে তিনি তার হাতে বানানো বিভিন্ন রকমের খাবার বিক্রয় করে অল্প সময়ে ঘরে বসেই প্রায় ৮০ হাজার টাকা আয় করেছেন। তিনি জানান, বিশেষ করে কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা গ্রুপে যুক্ত হওয়ার পরে তার বিক্রয় অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই তিনি এই গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উক্ত গ্রুপের আরেকজন উদ্যোক্তা ক্রোকারিস শপের পরিচালক কাজী সারাবান তহুরা এই গ্রুপের প্রশংসা করে বলেন, গ্রুপে সংশ্লিষ্ট সকলেই খুব আন্তরিক এবং খুব এ্যাকটিভ। তিনি এই গ্রুপের কল্যানে ঘরে বসেই তার ক্রোকারিস শপের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করে টাকা আয় করার সুযোগ পাচ্ছেন। এই গ্রুপের অপর উদ্যোক্তা সাবরিন সুলতানা জানান, তিনি প্রথম পর্যায়ে বাড়িতে বসে অনলাইনে সীমিত ভাবে কাপড় বিক্রয় শুরু করলেও বর্তমানে কাপ্তাই অনলাইন ফোরামের কল্যানে তার বিক্রয় কার্যক্রম অনেকটা বৃদ্ধি পেয়েছে। সে সাথে পরিচিতিও বৃদ্ধি পেয়েছে। তাই তিনি কাপ্তাই ফোরামের এডমিন সহ সকলকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে, কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা জানান, কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা মাধ্যম ব্যবহার করে অনেকেই ঘরে বসেই টাকা আয় করার সুযোগ পাচ্ছে, এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, করোনাকালীন সময়ে অনলাইন ব্যবসার চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং অনেক মহিলারা ঘরে বসেই অনলাইন ব্যবসায় স্বাবলম্বী হয়ে নিজেই পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে পারছেন। শুধু তাই নয়, অনেকের ভিতরে সুপ্ত থাকা প্রতিভাগুলো এই অনলাইন ব্যবসার কারণে বিকশিত হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের উদ্যোগে বিশেষ করে মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে লাল সবুজ নামের একটি অনলাইন বিজনেস প্লাটফর্ম চালু করা হয়েছে। যেখানে সরকারি সহযোগীতায় মহিলা উদ্যোক্তারা তাদের পন্য ক্রয়-বিক্রয় করতে পারবে। এই লালসবুজ অনলাইন প্লাটফর্মে কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনার গ্রুপের অনেক প্রতিভাবান উদ্যোক্তাকে তিনি ইতিমধ্যে সংযুক্ত করতে সক্ষম হয়েছেন। অপরদিকে, পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠিত কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা গ্রুপটি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এই গ্রুপের সাথে জড়িত সকলের তিনি প্রশংসা করেন। এছাড়া জড়িত সকলকে তিনি অনলাইন এই বিজনেস প্লাটফর্মে এসে নিজেদের প্রতিভা গুলো বিকশিত করে বাড়িতে বসেই আয় করার পরামর্শ প্রদান করেন এবং কাপ্তাই তথ্য সেবার পক্ষ থেকে সর্বদা এবিষয়ে উদ্যোক্তাদের তিনি সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। “কাপ্তাই ফোরাম অনলাইন বেচাকেনা” গ্রুপ থেকে সম্প্রতি খাদ্যসামগ্রী সহ বিভিন্ন পণ্য ক্রয় করে এই গ্রুপের ভুয়সী প্রশাংসা করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। তারা সকলেই এই অনলাইন বিজনেস গ্রুপের সফলতা কামনা করেন।