ভারতে ১২-১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন অনুমোদন

ভারতে ১২-১৮ বছর বয়সীদের জন্য ভ্যাকসিন অনুমোদন দিয়েছে দেশটি।

ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা’র তিন ডোজের করোনার টিকা জাইকোভ-ডি জরুরি ব্যবহারের অনুমোদনের দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে ১২ থকে ১৮ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডে জানায়, টিকার সুরক্ষা, কার্যকারিতা এবং ইমিউনোজেনিসিটি ভালভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং সংস্থাটি ইতোমধ্যে টিকা মজুত করতে শুরু করেছে।

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসও) সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি) জাইডাস ক্যাডিলার তিন ডোজোর করোনা কোভিড-১৯ ভ্যাকসিন জাইকোভ-ডি-এর জরুরি ব্যবহারে অনুমোদনের (ইইউএ) সুপারিশ করেছিল।


জাইকোভ-ডি একটি তিন ডোজ ইনট্রেডারমাল টিকা- যা একটি সুই-মুক্ত সিস্টেম, ট্রপিস ব্যবহার করে প্রয়োগ করা হয়। ফলে, যে কোনো ধরণের পার্শ্ব প্রতিক্রিয়াও উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।

বর্তমানে, ভারত সরকার করোনার চিকিৎসায় পাঁচটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হলো- কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুতনিক ভি, মডার্নার ভ্যাকসিন এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজ ভ্যাকসিন।